চান্দিনা
_চান্দিনা রোড ডাকাতির প্রস্তুতিকালে ০১টি হাসুয়া ০২টি ছোরা,০১টি শাবল,০২টি লোহার রড উদ্ধারসহ ০৪ জন ডাকাত গ্রেফতার

#ডাকাতদের_বিরুদ্ধে_কঠোর_অভিযানের_অংশ_হিসেবে_চান্দিনা রোড ডাকাতির প্রস্তুতিকালে ০১টি হাসুয়া ০২টি ছোরা,০১টি শাবল,০২টি লোহার রড উদ্ধারসহ ০৪ জন ডাকাত গ্রেফতার করা হয়
কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় যে প্রত্যয় ব্যক্ত করেছেন এরই ধারাবাহিকতার অংশ হিসেবেপুলিশ সুপার, কুমিল্লা, মহোদয়ের সার্বিক নির্দেশনায়
সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল, অফিসার ইনচার্জ চান্দিনা থানার নেতৃত্বে এস.আই(নিঃ)মোঃ ইকবাল বাহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় চান্দিনা থানাধীন ৫নং কেরনখাল ইউপিস্থ ছয়ঘরিয়া গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনের দক্ষিন পাশে থাকা মেসার্স বাদল ট্রেডার্স এর পশ্চিম পাশে খালি জায়গায় হতে ডাকাতির প্রস্তুতিকালে
১) আলম মিয়া(২৮)
২) মোঃ খলিলুর রহমান খলিল শেখ (খইল্লা চোরা)(৫০)
৩) মোশারফ হোসেন(২৪)
৪) মোঃ জাকির(২৮) কে
১. ০১টি হাসুয়া
২ ০২টি ছোরা
৩.০১টি শাবল
৪.০২টি লোহার রডসহ গ্রেফতার করা হয় ।
এধরনের ডাকাত বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।





