চান্দিনা
চান্দিনায় মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড

চান্দিনায় মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড
কুমিল্লার চান্দিনায় চুরি ও মাদক সেবন এর অপরাধে মোহাম্মদ আলী (২৩) ও মো. সুজন (২৫) কে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ জুলাই) দুপুরে চান্দিনা পৌর এলাকার হারং গ্রাম থেকে পুলিশ তাদের আটক করার পর ওই কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় মোহাম্মদ আলী কে ৬ মাস ও সুজন কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার। দন্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী হারং গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে ও সুজন একই গ্রামের ফজলু মিয়ার ছেলে।
চান্দিনা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান হোসেন জানান, ওই দুই যুবক এলাকায় চুরি ও মাদক সেবন করে। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক কারাদণ্ড দেয়া হয়। বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।





