জাতীয়

দুই জনপদের উন্নয়নের দুই দিকপাল,আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন,সার্কেল এএসপি জুয়েল রানা

#আল্লাহর_রহমতে_আপনারা_দ্রুত_সুস্থ_হয়ে_যাবেন
দুই জন মানুষ, দুইজন জননেতা, দুইজন শিক্ষক, দুইজন বন্ধু, দুইজন অভিভাবক।
দুই জনপদের উন্নয়নের দুই দিকপাল। দুই জনপদের রাস্তাঘাট, স্কুল-কলেজ, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতিসহ দুই জনপদের প্রতিটি উন্নয়নের রয়েছে যাদের স্পর্শ। ৭১ পরবর্তী সময়ে এই দুইজন মহান মানুষই যার যার বিধ্বস্ত জনপদকে আজকের জায়গায় টেনে এনেছেন। গুরুদাসপুর-বড়াইগ্রাম এবং চান্দিনার প্রতিটি গ্রামে-মহল্লায় যাদের পদচিহ্ন রয়েছে। সময়ের দীর্ঘ পরিক্রমায় দুইজনই এখন ৮০ কোটায় এসে পৌছেছেন যদিও মানসিকভাবে দুইজনই এখনো ৩০ এর কোটায় আছেন।

করোনার এই মহামারীতে অনেকেই যখন আত্নগোপন করেছেন, এই দুই যুবক ৭১ এর মত হুংকার দিয়ে করোনার বিরুদ্ধে মানুষের পাশে এসে দাড়িয়েছেন, ঘুরে বেড়িয়ছেন প্রতিটি গ্রামে।

দীর্ঘ ক্লান্তিতে আজ তারা অসুস্থ, মহান আল্লাহর কাছে আমাদের আকুল আবেদন এই দুই মহান মানুষকে দ্রুত সুস্থ্যতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমিন

১। বর্ষীয়ান রাজনীতিবিদ নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-৪ আসন থেকে ০৫ বার নির্বাচিত সাংসদ, উত্তর বংগের সর্বশ্রেষ্ঠ ছাত্রনেতা, উত্তর জনপদের রাজনীতির বটবৃক্ষ ও অভিভাবক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

২। বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, , কুমিল্লা-০৭ আসন থেকে ০৫ বার নির্বাচিত সাংসদ, রাজনীতির বটবৃক্ষ ও অভিভাবক অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker