চান্দিনা
চান্দিনায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ৩ হাজার ৭শ’ পরিবার

চান্দিনায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ৩ হাজার ৭শ’ পরিবার
চলোমান করোনা মহামারিতে কুমিল্লার চান্দিনা উপজেলায় ৩ হাজার ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকটে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন চান্দিনা উপজেলার নির্বাহী অফিসার আশরাফুন নাহার।
চলমান করোনা লকডাউনে চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কর্মহীন হয়ে পড়া, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু ও ২কেজি পেঁয়াজ দেয়া হয়।





