ফিচার

বিবাহবার্ষিকীতে শিশিরকে গাড়ি উপহার দিলেন সাকিব

ছয় বছর আগে বিশেষ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। তারিখটি ছিলো ১২-১২-১২ (২০১২)। আজ ঠিক ছয় বছর পূর্ণ হয়েছে সাকিব ও শিশিরের দাম্পত্য জীবনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন ধরেই ভক্ত সমর্থকদের কাছ থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছায় ভাসছেন সাকিব ও শিশির।

দিন শেষে সন্ধ্যা নামতেই সাকিবের কাছ থেকে সারপ্রাইজ উপহার পেয়েছেন শিশির। নিজের দাম্পত্য জীবনে অর্ধযূগ পূর্তিতে নিজের প্রিয়তমা স্ত্রীকে একটি সুদৃশ সাদা গাড়ি উপহার দিয়েছেন সাকিব। সে গাড়ির ছবি ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন শিশির। ক্যাপশনে লিখেছেন, ‘সাকিবের তরফ থেকে বিবাহবার্ষিকীর উপহার।’

এর আগে বিকেল বেলা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি যুগল ছবি আপলোড দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকালে নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে একটি নাতিদীর্ঘ ভিডিওও আপলোড করেছেন তিনি।

সৌজন্যে- জাগো নিউজ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker