চান্দিনা

চান্দিনা ০৫টি_চোরাই_সেলো_মেশিন উদ্ধারসহ ৩ জন চোর ও ০৩টি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

#সম্মানিত_কুমিল্লাবাসীর_জন্য_আমাদের_নিরন্তর_প্রচেষ্টা।
#চান্দিনা_থানার_গত_২৪_ঘন্টার_পারফরমেন্স_রিপোর্ট_০৫টি_চোরাই_সেলো_মেশিন উদ্ধারসহ ৩ জন চোর ও ০৩টি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

১। ০৫টি সেচ প্রকল্পের চোরাই সেলো মেশিন ও ০১টি সেচ প্রকল্পের চোরাই পানির পাম্প সহ চুর
১। নাদিম(২২), পিতা-আব্দুল খালেক, মাতা-আকলিমা আক্তার, সাং-হাড়িখোলা,
২। মোঃ জয়(১৯), পিতা-মোঃ জসিম মিয়া, মাতা-ফেরদৌসি বেগম, গ্রাম-পশ্চিম বেলাশর, উভয় থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা,
৩। মোঃ এনামুল হক(১৯), পিতা-মৃত কাইয়ুম, মাতা-নিলুফা বেগম, সাং-কোড়েরপাড়, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাগনকে গ্রেফতার পূর্বক চান্দিনা থানার মামলা নং-২১, তাং-১৭/০৬/২০২১খ্রিঃ, ধারা-৪১৩ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ।

২। জিআর-২৭৫/১৪, ধারা-৩৪২/৩০৪/৩৪পিসি এর পরোয়ানাভূক্ত আসামী শিরিনা বেগম(৫০), স্বামী-মোঃ মনির হোসেন, গ্রাম-আলীরটেক, পোঃ-মাধাইয়া বাজার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা ।

৩। জিআর-২৭৫/১৪, ধারা-৩৪২/৩০৪/৩৪পিসি এর পরোয়ানাভূক্ত আসামী ছাবেদা বেগম প্রাঃ ছাবু(৪৪), স্বামী-মৃত বাচ্চু মিয়া, গ্রাম-আলীরটেক, পোঃ-মাধাইয়া বাজার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা ।

৪। ননএফআইআর নং-১৬, ধারা-মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ রাব্বি(২২)-মোঃ আলম খাঁন, দাদা-রাজু সরদার, সাং-অম্বরপুর(৯নং ওয়ার্ড, ৪নং মহিচাইল ইউপি), থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker