
স্বাধীনতা পরবর্তী হতে অদ্যাবদি চান্দিনার রাজনীতিতে যে দুজন কিংবদন্তি হয়ে উঠেছেন একজন সাবেক ডেপুটি স্পীকার ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আলী আশরাফ এবং সাবেক প্রতিমন্ত্রী ও ব্যবসায়ী সমিতির শীর্ষ নেতা ড. রেদোয়ান আহমেদ। এজন বা ঐজন দুজনেই প্রতিনিধিত্ব করেছেন সংসদে। ভোটের রাজনীতিতে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নয়। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় একজন স্নেহভাজন অন্যজন শ্রদ্ধেয়। ক্লাবে বসে আলোচনা করে চান্দিনার দীর্ঘমেয়াদী উন্নয়নের। তীব্র প্রতিযোগীতা করেছেন চান্দিনার শিক্ষা বিস্তারে। অসংখ্য স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় চান্দিনায় প্রতিষ্ঠিত করেছেন এই দুই নেতা। একই প্রেমে বন্দী হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনে। ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত।