জাতীয়

চান্দিনা বাসীর প্রতি একটি মানবিক আবেদন!

 

চান্দিনা বাসীর প্রতি একটি মানবিক আবেদন!

 

সময়টা ১৯৭৬ সনের নভেম্বর (কার্তিক-অগ্রাহায়ণ) মাস। এক সহৃদয়ের ডাচ দম্পতি কুমিল্লা জেলার চান্দিনা থেকে রোকেয়া বেগম নামের একজন কন্যাশিশুকে দত্তক নেন। রোকেয়া বেগমের বাবার নাম আব্দুর রাজ্জাক, মায়ের নাম রানু বেগম (বর্তমানে আনুমানিক বয়স ৬৪)। রোকেয়া বেগম বাবা মায়ের পঞ্চম সন্তান।  তাঁকে দত্তক নেয়ার সময় তাহসিনা বানু নামের একজন নার্স সার্টিফিকেট লিখেছিলেন।

 

নেদারল্যান্ডে বসবাসরত রোকেয়া বেগমের বর্তমান বয়স ৪২। বুঝতে শেখার পর থেকে তিনি তাঁর জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাকে ব্যাকুল হয়ে খুঁজছেন। কিন্তু তিনি তাঁর বাবা মায়ের নাম ছাড়া অন্য কিছু জানেন না বিধায় এখনো খুঁজে পাননি তাঁর গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা কিংবা ভাই বোন কে।

 

আমরা চান্দিনা বাসী চেষ্টা করলে অবশ্যই রোকেয়া ব্রিংক (রোকেয়া বেগমের বর্তমান নাম) তাঁর স্বজনদের খুঁজে পাবেন।

 

তথ্য সুত্রঃ   Dr. Nur Ahamed Khondaker, FAO Representative.

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker