
চান্দিনায় ড. রেদোয়ান আহমেদ এর সাথে জেলা ছাত্রদলের মত বিনিময় সভা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী আসনের প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর সাথে মতবিনিময় করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। রোববার (৯ ডিসেম্বর) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের মমতাজ আহমেদ অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। প্রধান অতিথি বলেন- ‘নির্বাচন সামনে রেখে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয় নি।’ তিনি এসময় ভোটকেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে ফলাফল নিয়ে বাড়ি ফিরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- ২০ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক মফিজ উদ্দীন ভূইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির ও রেজাউল আলম সোহেল জেলা সেচ্চাসেবক দল অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা ঐলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খান, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান, গণতান্ত্রিক যুবদল চান্দিনা পৌর শাখার সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর ছাত্রদল সভাপতি মোস্তফা কামাল, গণতান্ত্রিক যুবদল নেতা মোর্শেদ আলম, মোবারক হোসেন মোবা, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন।





