জাতীয়লাইফস্টাইল
“ঢাকার মেয়ে” শিরোনামে মিউজিক্যাল ফিল্মের জন্য সর্ব উচ্চ পারিশ্রমিক নিলেন“জয়া চৌধুরী।

“ঢাকার মেয়ে” শিরোনামে মিউজিক্যাল ফিল্মের জন্য সর্ব উচ্চ পারিশ্রমিক নিলেন“জয়া চৌধুরী।
বাংলা সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা জয়া চৌধুরী এবার মিউজিক্যাল ফিল্মের জন্য ৩ লক্ষ টাকা নিলেন। সম্প্রতি তিনি বাঁশরী মিউজিক এর ব্যানারে একটি মিউজিক্যাল ফিল্ম এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আতাউল্লাহ সানীর কথায় এপি তুষারের সুর ও সংগীত আয়োজনে “ঢাকার মেয়ে” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা প্রিয়াঙ্কা। আজ গানটির রেকডিং সম্পন্ন হয়েছে। এ গানটি সম্পর্কে জয়া চৌধুরী বলেন;” এ গানটি একটু রোমান্টিক ধাঁচের। আমার” ঢাকা টু আমেরিকা ” শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হওয়ার পর এবার “ঢাকার মেয়ে” শিরোনামের এ মিউজিক্যাল ফিল্মটিতে কাজ করতে যাচ্ছি। এ মিউজিক্যাল ফিল্মটিও সত্য ঘটনা অবলম্বনে রচিত। আশা করব এ কাজটিও বেশ সফলভাবে করতে পারব।
এছাড়াও উচ্চ পারিশ্রমিক সম্পর্কে জয়া চৌধুরী বলেন; ৩ লক্ষ টাকার নিচে পারিশ্রমিক নেওয়াটা আমার নিজের শ্রমের প্রতি অবিচার করা হবে। তাই বিগ বাজেট এর কাজগুলোই বেশী করে এখন থেকে করতে চাই।আগামী শুক্রবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে এ গানটির শুটিং শুরু হবে। মিউজিক্যাল ভিডিও নির্মাণ করবেন ড্যান্স কোরিওগ্রাফার একে আজাদ।
খুব শীঘ্রই এটি দেশের শীর্ষস্থানীয় একটি ইউটিউব চ্যানেলে এটি মুক্তি দেওয়া হবে।





