চান্দিনা
চান্দিনায় জোর পূর্বক ধান কাটা নিয়ে সংঘর্ষ; আহত ৪; থানায় মামলা

চান্দিনায় জোর পূর্বক ধান কাটা নিয়ে সংঘর্ষ; আহত ৪; থানায় মামলা
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খৈছাড়া গ্রামের ফসলী মাঠে জোর পূর্বক অন্যের জমির ধান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহত হয়। আহতদের সবাই চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওই ঘটনায় মাঙ্গলবার (২৭ এপ্রিল) চান্দিনা থানায় মামলা দায়ের করেন জমির মালিক খৈছাড়া গ্রামের মরহুম আলী মিয়ার ছেলে মো. চারু মিয়া। গত সোমবার (২৬ এপ্রিল) ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার এজাহার এবং আহতদের সাথে কথা বলে জানা যায়, খৈছাড়া গ্রামের ফসলী মাঠে মো. চারু মিয়া ৩০ শতাংশ জমিতে ইরি ধান রোপন করেন। সোমবার দুপুরে পাশর্^বর্তী খিরাসার মোহনপুর গ্রামের মো. সাহিদুল ইসলাম এর নেতৃত্বে প্রতিপক্ষের ১০-১২ জন লোক মো. চারু মিয়ার মালিকানাধীন ওই জমির ধান কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে জমির মালিক তার লোকজন নিয়ে ধান কাটায় বাঁধা দিলে প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা রামদা, ছেনি, কাঁচিসহ দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মো. চারু মিয়া, আ. ছামাদ, মো. নোমান, মো. আল আমিন গুরুতর আহত হয়।
জমির মালিক মো. চারু মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন আমার ৩০ শতাংশ জমির ধান কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সংঘর্ষের ঘটনা সত্য। আহতরাও চিকিৎসাধীন রয়েছে। মামলার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র সিএইচ নিউজ





