চান্দিনা
চান্দিনায় হাড়িখোলা সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

চান্দিনায় হাড়িখোলা সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বশির আহমেদ (২৬) নামে এক পথচারী নিহত হয়েছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী বশির আহমেদ চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের ফজলুল করিম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিপুল এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মাছ ব্যবসায়ী বশির আহমেদ গাড়ি চাপায় মারাত্মক আহত হয়। তাকে উদ্ধারে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।





