অপরাধকুমিল্লা সদর দক্ষিণ
বরুড়ায় ফকিরা মোকাম ব্রীজের নিচে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ

বরুড়ায় ফকিরা মোকাম ব্রীজের নিচে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ
ডেস্ক রির্পোট: কুমিল্লার বরুড়ায় ঝলম ইউনিয়নের ফকিরা মোকাম ব্রীজের নিচে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠেছে।
বুধবার (০৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ফকিরা মোকাম নামক ব্রীজের নিচে এ অজ্ঞাত যুবকে মরদেহ ভেসে উঠে।
প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার অানুমানিক বয়স ২৫ বছর হবে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, এ মুহুর্তে ঘটনাস্থলে অাছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে।





