চান্দিনাজাতীয়

নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানান পরিচালক মোঃ শুক্কুর।

নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানান পরিচালক মোঃ শুক্কুর।

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি।

রাজধানীর ঢাকার উত্তর বাড্ডা অবস্থিত নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং এর পরিচালক মোঃ শুক্কুর সকল সম্মানিত কাস্টমার সহ দেশ-বিদেশের সকল কে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং এর পরিচালক মোঃ শুক্কুর বলেন ২০২০ সাল আমাদের কে করোনায় অনেক কিছু শিখিয়ে দিয়াছে তিনি আশা প্রকাশ করেন ২০২১ সালে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে,করোনা মহামারীতে সকলে সামাজিক দুরত্ব বজায় রেখেই চলাফেরা করার আহবান করেন।

নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং ২০২১ সাল কে সামনে রেখে সম্মানিত কাস্টমারদের জন্য বিশেষ অফার আসছে অতি শীগ্রই, নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং সর্বদা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করে থাকে,নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং বাংলাদেশের সব জায়গাতে ইভেন্টের কাজ করে থাকে,নিশাত ফ্লাওয়ার গার্ডেন এন্ড লাইটিং সর্বদা মনে করে অন্য যে কোন ইভেন্টের থেকে স্বল্প মূল্য সাজানোর কাজ করে থাকে।

Close