চান্দিনা
জোয়াগের লক্ষীপুর নতুন বাজারে”গাজী বিল্ডার্স”বাড়ী নির্মাণের সরঞ্জাম পাইকারি ও খুচরা বিক্রয়।

জোয়াগের লক্ষীপুর নতুন বাজারে”গাজী বিল্ডার্স”বাড়ী নির্মাণের সরঞ্জাম পাইকারি ও খুচরা বিক্রয়।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজারে “গাজী বিল্ডার্স” এ রড,সিমেন্ট, ইট,বালি,সিকেকশন পাথর,সুরকী,এবং গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা,ইলেকট্রিক ও হার্ডওয়্যার মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং বিকাশ সহ গ্যাসের চুলা মেরামত করা হয়।

মেসার্স গাজী বিল্ডার্স এর প্রোঃ খোরশেদ আলম (খোকন গাজী) বলেন, আমরা সবসময় কাস্টমার কে ভালো গুনগুন মান নিশ্চিত সহ সূলভ মূল্য বাড়ি নির্মাণের মালামাল দিয়ে থাকি,আপনারা যাচাই-বাছাই করে দেখলে বুজতে পারবেন, আমাদের মূল লক্ষ্য কাস্টমার কে সর্বোচ্চ সেবা দেওয়া।





