তথ্য প্রযুক্তি
চান্দিনায় অসহায় পঙ্গুকে ১ লক্ষ টাকা দামের গাভী হস্তান্তর করলো মানবতার সংগ্রামী ফেরিওয়ালা সংগঠন!

চান্দিনায় অসহায় পঙ্গুকে ১ লক্ষ টাকা দামের গাভী হস্তান্তর করলো মানবতার সংগ্রামী ফেরিওয়ালা সংগঠন!
চান্দিনা থানাধীন ০৮ নং বরকইট ইউনিয়ন এর জনৈক মোহাম্মদ আলী, পিতাঃ-আব্দুল আজীজ, গ্রাম-বরকইট দক্ষিণ পাড়ার জনৈক মোহাম্মদ আলীর দুটি পা হারিয়ে অসহায় জীবন যাপনে করছে, জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। তার পারিবারিক জীবনে তিন মেয়ে এবং এক ছেলে নিয়ে খুবই কষ্টসাধ্য হয়ে পরে। মোহাম্মদ আলী দুটি পা হারিয়ে পরিবার পরিজন’কে নিয়ে বাঁচার আকুতি মানবতার সংগ্রামী ফেরিওয়ালার মনে নাড়া দেয়। মানবিক দিক বিবেচনা করে সংগঠনের সন্মানিত ব্যক্তিদের মাধ্যমে অদ্য ২৫/১২/২০২০ইং তারিখ রোজ শুক্রবার ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দামের গাভী অসহায় পঙ্গুর নিকট হস্তান্তর করা হয়। অসহায় পঙ্গু ব্যক্তি গাভীটি পেয়ে খুবই আনন্দিত হয়েছেন এবং সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল www.Chandinarsomoy.com এর এডমিন প্যানেলের পক্ষে হতে মানবতার সংগ্রাম ফেরিওয়ালা সংগঠনের জন্য রইলো ভালোবাসা, এগিয়ে যাক এ সংগঠন শুভ কামনা আপনাদের জন্য।





