চান্দিনা

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

||আলিফ মাহমুদ কায়সার||
কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক কামাল মজুমদার (৩৫) ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কুমিল্লা জেলার ম্যানেজার। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাসড়কের কাঠেরপুল এলাকার ইউ টার্ণে হঠাৎ ঘুরতে গেলে কুমিল্লা থেকে ছেড়ে আসা সততা পরিবহনের সামনে পরে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সহ খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহাতাবস্থায় কামাল মজুমদারকে চান্দিনার একটি প্রাইভেট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাফায়াত হোসেন দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।

Close