চান্দিনা

“জাতীয় নির্বাচন ২০১৮ কুমিল্লা-৭ (চান্দিনা)”

“জাতীয় নির্বাচন ২০১৮ কুমিল্লা-৭ (চান্দিনা)”
দেশ এখন নির্বাচনের আমেজে ভাসছে। হার জিতের সমীকরণে কেউ পিছিয়ে কেউবা এগিয়ে। কুমিল্লা- ০৭ (চান্দিনা) এ আসনে রাজনীতির মাঠে অবস্থান করছেন সরকারি দল আওয়ামীলীগ, বিরোধী দল জাতীয় পার্টি, এলডিপি ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগনের আলাপচারিতার ভিক্তিতে মনে হচ্ছে বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপি’র ভেতরকার নিজেদের রেষারেষিতে তৃতীয় পক্ষ সুবিধা নিয়ে নিতে পারে। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতালগ্ন থেকে নেতৃত্বদানকারী সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এমপি বরাবরের মত এবারও মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় আওয়ামীলীগের অধিকাংশ নেতৃবৃন্দ আছেন তাহার পক্ষে কিন্তু গত কয়েকটি স্থানীয় নির্বাচনে স্বজনদের দ্বারা নমিনেশন বানিজ্যের ফলে তাহার রাজনৈতিক অবস্থান অনেকটা ক্ষতিগ্রস্থ হয়ে যায়। এই সুযোগে চান্দিনা আওয়ামীলীগে প্রবেশের সুযোগ লুফে নেন ডাঃ প্রাণ গোপাল দত্ত এবং স্থানীয় নির্বাচনে ও বিভিন্নভাবে বঞ্চিত আওয়ামী নেতারা একত্রিত হন ডাঃ প্রাণ গোপাল দত্তের ছায়াতলে। ডাঃ প্রাণ গোপাল নাকি অধ্যাপক আলী আশরাফ; কে পাবেন দলীয় মনোনয়ন এ নিয়ে বর্তমানে তুমুল বাকবিতণ্ডা চলে সকলস্তরে। লোক মুখে শোনা যায় যে-ই পাক দলীয় মনোনয়ন কেউ কাউকে ছাড় দিবেন না। এরই মধ্যে দুগ্রুপের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়া এবং কয়েকটি মামলা হয়েছে। যদি ডাঃ প্রাণ গোপাল দলীয় মনোনয়ন পান তবে অধ্যাপক আলী আশরাফের নেতাকর্মী ও সমর্থিত ভোটারা কোন ভাবেই চাইবে না উনি জয়লাভ করুক। সমান ভাবে যদি অধ্যাপক আলী আশরাফ পান তবে উনার ক্ষেত্রেও তা-ই হবে। এতে বুঝা যায় এবার আওয়ামীলীগের ভোটবাক্সে পরছে না আওয়ামীলীগের সবকটি ভোট। অন্য কোন বাক্সে চলে যেতে পারে একাংশের ভোট।
অপরদিকে বিএনপি তথা ২০ দলীয় জোটে আছেন ডঃ রেদোয়ান আহমেদ, মরহুম খোরশেদ আলমের পুত্র আতিকুল আলম শাওন ও বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুঁইয়া। দল বদলের প্রতিযোগীতায় সবচেয়ে এগিয়ে থাকা ডঃ রেদোয়ান আহমেদ ২০০৬ সালের পর বিএনপি ত্যাগ করে যোগদান করেন এলডিপিতে কিন্তু তাহার তৎকালীন রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার মরহুম খোরশেদ আলম রয়ে যান বিএনপিতে ও ২০০৮ সালে মরহুম খোরশেদ আলম সাহেব বিএনপি থেকে নির্বাচন করেন। সেই থেকে ডঃ রেদোয়ান আহমেদ তৎকালীন জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম সাহেবকে বিভিন্ন ভাবে হয়রানি শুরু করেন ও তাহার বিরুদ্ধে ডজন খানেক মামলা দায়ের করেন। যেখানে আওয়ামীলীগ একটি মামলাও দায়ের করেনি মরহুম খোরশেদ আলমের বিরুদ্ধে এবং তাহার জানাযায় ডঃ রেদোয়ান আহমেদকে উপস্থিত হতে বাঁধা প্রদান করা হয়। আতিকুল আলম শাওন তাহার বাবার রাজনৈতিক সুনাম ও গৌরব ধরে রাখতে তৃণমূল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন কিন্তু বয়সে কম ও রাজনৈতিক অভিজ্ঞতার স্বল্পতার কারনে অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে আছেন তিনি। এদিকে মরহুম খোরশেদ আলমের মৃত্যুর পর বিএনপিতেও ফাটল দেখা দিয়েছে দৃষতঃ ভাবে। সম্ভবত দলীয় পদপদবী নিয়ে মতানৈক্যের কারনে চান্দিনা বিএনপি’র বর্ষিয়ান নেতা বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুঁইয়া ও কাজী সাখাওয়াত এক হয়ে আলাদা হয়ে যান এবং মফিজ উদ্দিন ভুঁইয়াও বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন। যদি ডঃ রেদোয়ান ২০ দলীয় জোট থেকে মনোনয়ন পান তাহলে বিএনপির নেতৃবৃন্দের সমর্থন পাবেন না এটা প্রায় নিশ্চিত। কারন ডঃ রেদোয়ান আহমেদের দায়ের করা প্রায় ১০টি মামলা ছিল খোরশেদ আলম সাহেবের মৃত্যুকালে। আবার যদি শাওন বা মফিজ উদ্দিন ভুঁইয়া মনোনয়ন পান তাহলে ডঃ রেদোয়ান আহমেদের নেতৃবৃন্দের সমর্থনও তারা পাবে না বলে মনে হচ্ছে। তাই ২০ দলেও ভোটের স্রোত বইবে অন্য দিকে।
বর্তমান সংসদীয় বিরোধীদল জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে আছেন কুমিল্লা মানবাধিকার কমিশনের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকন।সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে বিশ্বাসী তিনি বিগত দুই দশকের বেশী সময় ধরে চান্দিনার রাজনীতিতে অন্য দুটি বড় দলের সাথে তৃণমূল রাজনীতিতে সহবস্থান করে আসছেন সবসময়। গত দশম জাতীয় নির্বাচনে দলের চেয়ারম্যানের নির্দেশে তাহার মনোনয়ন প্রত্যাহার করে নেন। শোনা যায় ও চান্দিনায় প্রচলিত আছে যে, ঐ নির্বাচনে তিনি যদি তাহার মনোনয়ন প্রত্যাহার না করতেন তাহলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করতে পারতেন। একাদশ জাতীয় নির্বাচনে যদি তাহাকে মহাজোট থেকে (যদি মহাজোট বলবৎ থাকে) মনোনয়ন দেয়া হয় তাহলে সকল দিক থেকে সুবিধাজনক অবস্থানে থেকে এ আসনটি জাতীয় পার্টি তথা মহাজোটের পক্ষে-ই থাকবে বলে মনে হচ্ছে। তবে জাতীয় পার্টি ১৪ দলীয় জোটের সাথে ঐক্য করে কিনা এখনো নিশ্চিত না। দেখা যাক সর্বশেষ পর্যন্ত রাজনীতির মেরুকরণ কোনদিকে মোড় নেয়।
সর্বোপরি আমরা আশাবাদী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহনে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য একটি নির্বাচন হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker