জাতীয়

ফিরে আয় রাতুল অপেক্ষায় বাবা মা

ফিরে আয় রাতুল অপেক্ষায় বাবা মা
____________________________________

কিছু পোস্ট পড়ার আগেই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার দিয়ে বাকিটা পড়তে হয়। আজকের পোস্টটি তেমনি একটি নিউজ।

বরুড়া উপজেলা বর্তমান যুবলীগের যুগ্ন আহবায়ক বকতার হোসেনের বড় ভাই মোঃ আক্তার হোসেন এর সন্তান আতাউস সামাদ রাতুল (১৩) গতকাল ২৬ নভেম্বর বাদ আছর থেকে কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের সংলগ্ন তার বাসার নিচ থেকে হারিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।

রাতুল কে হঠাৎ খুঁজে না পেয়ে তার বাবা মা আত্মিয়স্বজন হাহাকারময় জীবন যাপন করছেন। তার জন্মদাত্রী মা বার বার জ্ঞান হারাচ্ছেন। যার সন্তান হারায় সে জানে কি ভয়ংকর কষ্ট নিয়ে অপেক্ষা করতে হয়।

রাতুল বর্তমানে ইবনে তাহমিয়া স্কুল & কলেজ এর ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র। রাতুল কে হারিয়ে তার বাবা আক্তার হোসেন গতকাল ফেইসবুকে এক স্ট্যাটাসে বলেন,
আব্বু কোথায় আছ তুমি, বাবাকে ফোন দাও
যদি কেউ দেখে থাকেন এই নাম্বারে ফোন দিবেন

01720695480
01711185053
01875767790

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker