জেলার খবর

ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দুই জনের কারাদণ্ড

ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দুই জনের কারাদণ্ড

যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা দেন। সাজপ্রাপ্তরা হলেন, উপজেলার খলসি ইউনিয়নের রৌহা গ্রামের সিকান্দার মাস্টারের ছেলে আশরাফুল আলম (৩২) ও আসলাম শেখের ছেলে শাহীন (২৪)।উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান জানান, বাঘুটিয়া এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে ওই দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আশরাফুলকে ৬ মাস ও শাহিনকে ৩মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্র ডিবিসি নিউজ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker