চান্দিনাশিক্ষাঙ্গন
চান্দিনার মাধাইয়া”দারুল আজাদ মডেল হিফজ মাদ্রাসা”ভর্তি চলছে।

চান্দিনার মাধাইয়া”দারুল আজাদ মডেল হিফজ মাদ্রাসা”ভর্তি চলছে।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আকরাম হোসেন।

কুমিল্লা চান্দিনার মাধাইয়া অবস্থিত “দারুল আজাদ মডেল হিফজ মাদ্রাসা” ভর্তি চলছে, তেজগাঁও নূরানী মাদ্রাসা সিনিয়র শিক্ষক দ্বারা পরিচালিত, জাতীয় আন্তর্জাতিক ক্বারীদের লাহানে হুদর তিলোয়াত শিক্ষাদান,মনোমুগ্ধকর আবাসন পরিবেশ,ছাত্রদের জন্য তিন বেলা ভিআইপি খাবার পরিবেশন, বিকালে নাস্তার ব্যাবস্থা,প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা লকার ব্যাবস্থা সহ ছাত্রদের কাপড় ধোলাই ও আয়রনের ও বিশুদ্ধ খাবার পানি এবং ছাত্রদের প্রাথমিক চিকিৎসা সেবা সহ প্রবাসী ব্যাস্ত অভিভাবকদের দায়িত্ব গ্রহন ও সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও ইসলামি সংঙ্গীত চর্চা সুবিধা,

মাধাইয়া দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসার বিভাগ সমূহ,স্পেশাল নূরানী বিভাগ,আদর্শ নাজেরা বিভাগ,হিফজুল কোরআন বিভাগ ও হিফজ রিভিশন বিভাগ।

মাধাইয়া দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাতীয় ও আন্তর্জাতিক দশ লাহানে হুদর তিলাওয়াত ক্বারী সর্বাধুনিক প্রতিষ্ঠান গড়ার সম্মানিত রুপকার জনাব উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদ বলেন,একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় বিশ্বমানের হাফেজ তৈরীতে আমরা অঙ্গীকারবদ্ধ শিক্ষা মিশন দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসা,জাতীয় ও আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার প্রত্যয় নিয়ে আমরা শিক্ষার্থীদের গড়ে তুলি,দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসার জন্য দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল উস্তাদ শরীফ উদ্দিন আল-আজাদ।

মাধাইয়া দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসা উদ্বোধনের পর থেকে দুর দূরান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে সীমিত কিছু আসনে এখন ভর্তি চলছে তাই চান্দিনার মনোরম পরিবেশে স্থাপিত মাধাইয়া দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসায় আজই চলে আসুন আপনার সন্তানের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন।
দারুল আজাদ মডেল হেফজ মাদ্রাসা,স্থান, হাজি মরহুম আলী ভিলা দোল্লাই নবাবপুর রোড মাধাইয়া,চান্দিনা, কুমিল্লা,
যোগাযোগ,,01714030773/01886655174





