আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ বিজ্ঞপ্তি

অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ বিজ্ঞপ্তি

মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫ টি দেশের নাগরিকদের ( সাধারণকর্মী ) নিম্নলিখিত ৪ টি সেক্টরে বৈধতা প্রদানের কর্মসূচি Recalibration Program ( Program Rekalibrasi Tenaga Kerja) ঘোষণা করেছে। এই বৈধকরণ প্রক্রিয়া ১৬ নভেম্বর ২০২০ তারিখে শুরু হয়ে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত চলবে।

#যে_সকল_সেক্টরে_বৈধ_হওয়া_যাবে:
কনস্ট্রাকশন সেক্টর;
ম্যানুফ্যাকচারিং সেক্টর;
প্লান্টেশন সেক্টর এবং
এগ্রিকালচার সেক্টর।

#বৈধ_হবার_প্রক্রিয়া:
এই কর্মসূচির জন্য কোন এজেন্ট বা ভেন্ডর নাই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করবে ইমেইলে rekalibrasi@imi.gov.my

#সাবধান:
মালয়েশিয়া সরকার কোন এজেন্ট বা ভেন্ডর নিয়োগ করে নি, কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না।

এই কাজ নিয়োগকর্তা বা কোম্পানি নিজেই সরাসরি করবে, তাই কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ।।।

সূত্র – বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker