জেলার খবর

মহানবী (স) কে ফ্রান্স সরকার কতৃক ব্যঙ্গচিত্রের সমর্থন এবং স্বাগতম জানিয়ে একটি পোষ্ট দেওয়ায় গ্রেফতার

কুমিল্লা- মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামের ‘সংকর দেবনাথ’ এবং ‘কিষান দেবনাথ কিষান’ নামের দুই নাস্তিক মহানবী (স) কে ফ্রান্স সরকার কতৃক ব্যঙ্গচিত্রের সমর্থন এবং স্বাগতম জানিয়ে একটি পোষ্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তোলপার, তাছাড়া রনি দেব নামে আরেক জনের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে!

*** সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় মুসলিম জনতার মাঝে গর্জে উঠে চেতনা, এ নিয়ে ৩১শে অক্টোবর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত কোরবানপুর বাজারে চলতে থাকে গনমিছিল, তারই প্রেক্ষিতে বাঙ্গরা বাজার থানা পুলিশ শংকর দেবনাথ কে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গ্রেপ্তার করেছেন!

*** জানা যায় যে, সংকর দেবনাথ পেশায় একজন শিক্ষক, তিনি কোরবানপুর ব্লুবার্ড কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন, অপর দিকে কিষাণ দেবনাথ কিষাণ একজন ফ্রান্স প্রবাসী, বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করছেন, তার জন্মস্থান কোরবানপুর গ্রামেই, অপর দিকে আন্দিকুট ইউনিয়ন এর অনিক ভৌমিক সহ গ্রেফতার করা হয়েছে,তার পিতার নামঃ জীবন দেবনাথ গ্রামঃ আন্দিকুট!

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker