জাতীয়রাজনীতি

আলী আশরাফ এম,পি মহোদয় পাচ্ছেন নৌকা,কাউছার আলম আপন সাবেক সভাপতি জোয়াগ ছাত্রলীগ।

আলী আশরাফ এম,পি মহোদয় পাচ্ছেন নৌকা,কাউছার আলম আপন সাবেক সভাপতি জোয়াগ ছাত্রলীগ।

চান্দিনা উপজেলার নৌকার মাঝি অধ্যাপক মোঃ আলী আশরাফ এম,পি মহোদয় ছিলো, আছে, থাকবে,চান্দিনা উপজেলার জনগন অধ্যাপক মোঃ আলী আশরাফ এম,পি মহোদয়ের কাছেই নিরাপদ,নির্বাচন কে কেন্দ্র করে যারা নিজেকে প্রার্থী হিসেবে প্রচারনা করছেন,তারা কখনো চান্দিনাতে কোন উন্নয়ন দুরে থাক,একটা চারা গাছ ও কখনো লাগায় নি,এবারো জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, চান্দিনা উপজেলার উন্নয়নের জন্য, অধ্যাপক মো আলী আশরাফ এম,পি মহোদয় কে নৌকা প্রতীক দিয়ে পাঠাবেন।

যিনি হাটলেই হয়ে যায় মিছিল, যিনি বসলেই হয়ে যায় পথসভা, যিনি কথা বললেই হয়ে যায় শ্লোগান।কুমিল্লা জেলার চান্দিনা রাজনীতিতে আবার ও আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন,আমার অভিবাবক,গনমানুষের নেতা জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়।
প্রিয় নেতা,আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনেক গর্ববোধ করি । কারণ আপনার মতো একজন মানুষের সান্নিধ্য আমি পেয়েছি। আল্লাহর রহমতে আজ আপনি আমাদের চান্দিনার অহংকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ,ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকল গণমাধ্যমে আপনার যোগ্যতার বলেই জায়গা করে নিয়েছেন অনেক আগেই একটি অবহেলিত জনগোষ্ঠীকে কীভাবে উন্নয়নের পরশ দিতে হয় তা আপনার চেয়ে বেশি কেউ জানে না । আপনি আপনার সম্পূর্ণ ত্যাগ, শ্রম, আত্মবিশ্বাস, এবং চান্দিনা সর্বমহলের মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর কুমিল্লা জেলা (উ:) আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রভাবশালী একজন কাণ্ডারি। যা বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের কাছে অনুপ্রেরনামুলক ।

প্রিয় নেতা,আমি মনেপ্রাণে বিশ্বাস করি এবং পূর্ণ আস্থা রাখি আপনার প্রতি। আপনার সরাসরি হস্তক্ষেপে সব কালো ছায়া দূর হয়ে যায় কারন আপনি চান্দিনা প্রতিটি মাটি-কণা-আলো-বাতাস সম্পর্কে অবগত। কারণ আপনি তৃণমূল থেকে উঠে আসা জাদুকরী নেতৃত্ব এবং আজকের বাংলাদেশের একজন সফল জননেতা। আগামী ৯ই নভেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নমিনেশন ফরম বিক্রি করা হবে।আমরা আপামর জনগোষ্ঠীর একটাই চাওয়া এবার ও কুমিল্লা -০৭ আসনের দলীয় নমিনেশন অর্থাৎ নৌকা প্রতীক আপনার হাতেই মুষ্টিবদ্ধ থাকবে,,ইনশাআল্লাহ।
অবশেষে বলবো জয় হক প্রিয় নেতার……
জয় বাংলা -জয় বঙ্গবন্ধু।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker