অপরাধ
শ্বাসরুদ্ধ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী সবুজ বেপারি গ্রেফতার।

ফেনী সদর মডেল থানাধীন ফরহাদনগর এলাকায় শ্বাসরুদ্ধ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী সবুজ বেপারি গ্রেফতার।
এই আসামী এতোটাই দুর্ধর্ষ ছিল যে প্রকাশ্য দিবালকে, সন্ধ্যা এবং রাত্রি কালীন সময়ে রাস্তায় সাধারণ পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে, মারাত্মক রক্তাক্ত গুরুতর জখম করে টাকা পয়সা মোবাইল লুণ্ঠন করে নিতো। রাস্তায় জখমীর রক্তাক্ত সীনও উক্ত আসামীর অপরাধের চিহ্ন। জখমী ভিকটিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উক্ত আসামীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যূতাসহ অগণিত অভিযোগ রয়েছে।
উক্ত দুর্ধর্ষ আসামীকে গ্রেফতার করায় সাধারণ মানুষের জনমনে প্রশান্তি ফিরে এসেছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।





