জেলার খবর

হাজীগঞ্জ-কচুয়া- ঢাকা সড়কে চালু হচ্ছে BRTC এসি বাস সার্ভিস

হাজীগঞ্জ-কচুয়া- ঢাকা সড়কে চালু হচ্ছে BRTC এসি বাস সার্ভিস

এসএম মিরাজ মুন্সী
চাঁদপুরের বাণিজ্যিক শহর হাজিগঞ্জ। এই হাজীগঞ্জবাসীর জন্য সুখবর। রোববার থেকে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস সার্ভিস।

বিআরটিসি বাস একমাত্র রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আশোক লিল্যান্ড একতলা বিআরটিসি এসি বাস পরিচালনার বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত গৃহীত হয়।

সেক্ষেত্রে নিরাপদে চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী দীপন চাকমা।

এই প্রথমবারের মতো হাজীগঞ্জ বাজার থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে। রোববার আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস উদ্বোধন করবেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি ও তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

বিআরটিসি বাস সার্ভিস এর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ বলেন, স্বল্প সময়ের মধ্যে হাজীগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। হাজীগঞ্জ- কচুয়া- সাচার হয়ে ঢাকার যাত্রাপথে এই প্রথমবারের মতো সার্ভিসটি চালু হচ্ছে। গুলিস্তান- কমলাপুর-টিকাটুলির মোড়-শনির আখড়া- সাইনবোর্ড- চিটাগং রোড বিআরটিসি কাউন্টার হয়ে সাচার-কচুয়া সড়কে হাজীগঞ্জ বাজারে যাত্রী সেবা দিবে বাসটি।

এতে যাত্রীসাধারণের আরামদায়ক যাতায়াত ও সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সার্ভিসটি চালু হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker