চান্দিনা
চান্দিনায় শত শত মটর সাইকেল নিয়ে মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়ার শোডাউন।

চান্দিনায় শত শত মটর সাইকেল নিয়ে মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়ার শোডাউন।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সানজিদা আক্তার।
কুমিল্লা চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেপুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিআই এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান চান্দিনা আগামীর অবিভাবক জনাব মুনতাকিম আশরাফ টিটু র বিশ্বস্ত আস্থাভাজন চান্দিনা উপজেলা আওয়ামীলীগের কার্যকারি সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান ক্লিন ইমেজ খ্যাত রাজনৈতিক প্রবীণ আওয়ামীলীগ নেতা চান্দিনা পৌরবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া নেতা আসছে চান্দিনা পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া র সমর্থনে চান্দিনার রাজপথে শতশত মটর সাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা শোডাউন করেছে,জনসাধারণের সাথে কথা বলে যানা যায় আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া মেয়র হলে চান্দিনা পৌরসভা কে একটি মডেল পৌরসভা গড়বে যেখানে থাকবেনা চাঁদাবাজী দূর্নীতি মত অপকর্ম তাই তাহাকে মেয়র হিসাবে পেতে চায় স্থানীয় জনগণ।
বিস্তারিত আসছে





