জাতীয়ফিচার

চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে,মাদক কে না বলুন,সুস্থ সমাজ গড়ুন““মোঃ নোমান মোল্লা।

চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে,মাদক কে না বলুন,সুস্থ সমাজ গড়ুন““মোঃ নোমান মোল্লা।

 

___বন্ধু রে তুই তো বলেছিলি

মাদকে শরিল করে চাঙ্গা,

এখন দেখি পরিবার আর সমাজ

দেয় আমারে ধাক্কা!

 

___আজকে আমি নির্যাতিত

কাঁদি চোখের জলে,

মাদক সেবি তোকে না জেনে

আমি পড়েছি তোর ছলে!!

 

____মাদক যদি সব হবে তোর

বেঁধেছিলে কেন বাঁধন ,

পারবি রে তুই ফিরিয়ে দিতে

আগের মতো জীবন !!!

 

___সেই তো ছিলাম একা ভালো

পড়াশোনা সোনালী সেই দিন ,

দুই চোখ জুড়ে সাজিয়ে  পৃথিবী

স্বপ্ন দেখা রঙিন!!!!

 

__পারবি না দিন ফিরিয়ে দিতে

ওরে নেশা খোর ,

তোর কারনেই বন্ধ আমার

বাপের বাড়ির পথ!!!!!

 

——জীবন আমার ভাসছে জলে

পাই না খুঁজে কূ্ল,

মনের দাবি একটাই এখন,

মাদক চাই নির্মল!!!!!!

 

___একটু সুযোগ দিবে মা গো আমায়

ছেড়ে দিবো মাদক,

মা গো আমার বাঁচতে ইচ্ছে করে

ছাড়তে চাই না এই ভুবন!!!!!!!

 

__প্রেম, বিয়ে ,বন্ধুত্ব কিংবা সামাজিকতা রক্ষার্থে আগে  বিপদগামী মাদক সেবি ও সেবিকা  ভাই ও বোন বন্ধুদের ভালো করে তুলতে হবে ( এটা আপনার দায়িত্ব)

 

__শাসন করা তাকেই মানায়,

যে আগে ভালোবাসতে জানে ।

 

#মানুষ মানুষের জন্য –

জীবন জীবনের জন্য –

একটু সহানুভূতি কি-মানুষ পেতে না-ও বন্ধু ।

 

(ফেইসবুক থেকে নেওয়া)

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker