জেলার খবর

দলের নাম বিক্রি করে যারা যত্রতত্র অপরাধে জড়িয়ে পড়ছে তাদের সামান্যতম ছাড় দেয়ার কোন সূযোগ নেই

দেশের অধিকাংশ মানুষই কোন না কোন রাজনৈতিক মতাদর্শের অনুসারী। কেউ প্রত্যক্ষভাবে জড়িত কেউ বা নীরব সমর্থক। এটি তার প্রধান পরিচয় নয়, একটি রক্ত মাংসে গড়া শরীর মানুষে রুপান্তরিত হয় তার জ্ঞান ও কর্মের মূল্যায়নে।

একজন জঘন্য অপরাধীর পরিচয়ও হবে তার অপরাধমূলক কর্মকাণ্ডে, এখানে তার রাজনৈতিক পরিচয় অতি তুচ্ছ ও নগন্য। অপরাধীর অপরাধের কাছে কেন্দ্রীয় নেতা, শিল্পপতি, কোটিপতি, দলীয় পদ পদবী কিছুই না তা আমরা শাহেদ, সাবরিনা, মালেক, পাপিয়াদের বিচারের সম্মুখীন হওয়া দিয়েই বুঝতে পারি। আর সবার সাথে এখানেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পার্থক্য।

আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, মহান মুক্তিযুদ্ধে ১৪ হাজার শহিদ নেতাকর্মীর সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের আদর্শ ও চেতনায় অপরাধ প্রবনতা নেই। ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করছে না, অপরাধীরা ছাত্রলীগকে ব্যাবহার করে ফায়দা লুটছে।

বাংলাদেশ ছাত্রলীগ সকল অপরাধীর দ্রুত বিচার কামনা করে। দলের নাম বিক্রি করে যারা যত্রতত্র অপরাধে জড়িয়ে পড়ছে তাদের সামান্যতম ছাড় দেয়ার কোন সূযোগ নেই।

এম.আবু কাউসার অনিক
সভাপতি
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker