চান্দিনা
চান্দিনার মাধাইয়া ইউনিয়নের জোরপুনী ও মোহাম্মদপুর রাস্তার অবস্থা নাজুক,দ্রুত মেরামত জরুরি।

চান্দিনার মাধাইয়া ইউনিয়নের জোরপুনী ও মোহাম্মদপুর রাস্তার অবস্থা নাজুক,দ্রুত মেরামত জরুরি।
ছবি ই যখন কথা বলে চান্দিনার মাধাইয়া ইউনিয়ন জোরপুনী ও মোহাম্মদপুর অবহেলিত গ্রামের মানুষ সমলোচনা করছে একের পর এক চেয়ারম্যান আসে কিন্তু মূলা জুলিয়ে ভোট নিয়ে পাস করে যাচ্ছে কিন্তু রাস্তার উন্নয়নের খবর নেই আবার কিছু লিখলে কারো গায়ে লাগে,এই রাস্তাটি সামান্য একটু বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পরে হাজার পথচারীর এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় আছে এই রাস্তাটি ,ভুক্তভোগীরা দৃষ্টি আকর্ষণ করেন চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা প্রশাসনের দ্রুত রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়ার।





