চান্দিনা
মাইজখারের ৩ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন জালাল মেম্বার।

মাইজখারের ৩ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন জালাল মেম্বার।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, দেলোয়ার হোসেন।
চান্দিনা উপজেলার আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক ও ৯নং মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বারঃ মোঃজালাল হোসেন তার নিজস্ব অর্থায়নে বামনীখোলা ইটের আধলা ফেলে রাস্তাটি কাঁদা মু্ক্ত করলেন।তিনি সর্বদা নিজেকে ৩ নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে সেবা করে যাচ্ছেন যা চলমান, ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ বর্তমান মেম্বার মোঃ জালাল হোসেন কে পুনরায় মেম্বার হিসাবে পেতে চায় কারণ তিনি ৩ নং ওয়ার্ডের দলমত নির্বিশেষে সবাই তার সামাজিক কাজে তার নিরলস পরিশ্রমের প্রশংসা করছেন তিনি এলাকায় মাদকমুক্ত ও বাল্যবিবাহ এবং অন্যান্য অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করে এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সর্বদা ছিলেন এইজন্য এলাকায় অপরাধ কর্মকাণ্ড অনেকটাই কমে গেছে তাই আগামীতে মেম্বার হিসাবে জনগণের পছন্দের তালিকায় মোঃ জালাল হোসেন।