রাজনীতি
চান্দিনা উপজেলা শাখার তাঁতীলীগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত,

চান্দিনা উপজেলা শাখার তাঁতীলীগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত,
কুমিল্লা(চান্দিনা)
বাংলাদেশ তাঁতী লীগ চান্দিনা উপজেলা শাখার নব-ঘোষিত কমিটির মতবিনিময় সভা বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। প্রধান অতিথি বলেন- ‘বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে গোটা বিশ্ব অভিভূত। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠন করতে হবে।’ সেই লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আওয়ামীলীগের সাবেক এই কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরও বলেন- ‘আওয়ামীলীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা তাঁতীলীগ আহবায়ক মো. আবদুল হালিম মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, এফবিসিসিআই সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার। অনুষ্ঠান সঞ্চালন করেন- উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, কাজী জাফর উল্লাহ্ আজাদ কাউন্সিলর, উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা তাঁতীলীগ যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বিজয়, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী মো. সাদেক হোসেন প্রমুখ।





