চান্দিনা
চান্দিনা থানা পুলিশ টিকটক রাসেল কে আটক করে।

কুমিল্লা এর চান্দিনা থানার এফ আই আর নং-১১/১৪২, তারিখ- ২০ জুলাই, ২০২০; ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০;সংক্রান্তের প্রধান আসামী মোঃ রাসেল শেখ (২৩), পিতা- আব্দুস সামাদ শেখ, মাতা- মোসাঃ হাসিয়া, গ্রাম- মধ্যবনগ্রাম (মুন্সী বাড়ী ব্রীজের পাশে), ডাকঘর- বনগ্রাম, ইউনিয়ন- মহারাজপুর, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জকে এসআই নোমান হোসেন Noman Hossain নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২১/০৯/২০২০ইং তারিখ ঢাকা বাটেরা থানার ১০০ বিট নতুন বাজার এলাকা হইতে ০০.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। উক্ত আসামী গত ১৫/০৭/২০২০ইং তারিখ রাত্র ০৩.০০ ঘটিকার সময় চান্দিনা থানাধীন চান্দিনা বাজারস্থ স্টেশন রোডে গোলাম রাব্বানী মার্কেটের সম্মুখে হানিফ ব্রাদার্স নামীয় মোবাইল দোকানের উপরে থাকা টিনের চালের টিন কাটিয়া ভিতরে থাকা লোহার রডের সিলিং ও হার্ডবোর্ড কাটিয়া সংগোপনে ভিতরে প্রবেশ করতঃ বাদীর দোকান হইতে নগদ টাকা, মোবাইল ফোন ইত্যাদি সর্বমোট ১১,৬১,০৬০/- (এগার লক্ষ একষট্টি হাজার ষাট) টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায়। আসামী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করিয়া জবানবন্দী প্রদান করেন। জিজ্ঞাসাবাদে রাসেল জানান- টিকটকে তিনি ‘অপু ভাই’-এর সাথে ভিডিও তৈরি ও অভিনয় করেন। কুমিল্লার দেবীদ্বারে বিবাহ করার সুবাদে চান্দিনা বাজারে প্রায়ই আসা-যাওয়া করতেন। গত ১৪ এপ্রিল ওই মোবাইল দোকানে মোবাইল ফোন কিনতে গিয়ে সবকিছু ঠিক করে আসেন। রাতে প্রস্তুতি নিয়ে এসে দোকানের উপরের টিনের চালা ও রড কেটে দোকানের ৪৭টি নতুন মোবাইল ও নগদ প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন ইলিয়াছ বলেন, শখের বসে টিকটক ভিডিও নিয়ে কাজ করলেও তার প্রধান পেশা চুরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় একাই কাজটি করেছে। যেভাবে ঘটনাটি ঘটিয়েছে তাকে স্পষ্ট বুঝা যাচ্ছে এ পেশায় তার অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য যে, উক্ত আসামী বাংলাদেশের টিকটক লিডার বোর্ডের টপ-১০ এর মধ্যে একজন। টিকটকার অপুর বিশ্বস্ত সহযোগী এই রাসেল টিকটক এর পাশাপাশি বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে নিজেকে সমাজে সেলিব্রিটি টিকটকার হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছিলো।





