জাতীয়

আল্লামা শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি করায় গ্রেপ্তার ১

আল্লামা শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি করায় গ্রেপ্তার ১

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন আহলে সুন্নত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদী। রোববার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার মামুদপুর এলাকা থেকে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন আরটিভি নিউজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে রিমান্ড আবেদন করলে আদালত সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন, আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker