চান্দিনা

চান্দিনার সুরিখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই ; ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চান্দিনার সুরিখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে  বসতঘর পুড়ে ছাই ; ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আলিফ মাহমুদ কায়সার

কুমিল্লা প্রতিনিধি ঃ

কুমিল্লা চান্দিনার সুরিখোলা গ্রামে  ভয়াবহ অগ্নিকান্ডে  বসতঘর  পুড়ে ছাই হয়ে গেছে।  শনিবার রাত ২টায় সুরিখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের বসতঘরে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করেছেন।

প্রত্যক্ষদর্শী আশেক এলাহী ও ক্বারী এরশাদুল আলম   জানান শনিবার রাত ২ টায় লোকজনের চিৎকারে  তড়িঘড়ি করে বের হয়ে   পাশের ঘর জাহাঙ্গীর  আলমের বসতঘরে আগুন দেখতে পাই।মুহুর্তের মধ্যে আগুনের লেলীহান চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন ভয়ে কাছে যেতে না পাড়ায়  ফায়ার সার্ভিস  কে খবর দেই।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

ভোক্তভোগী  প্রবাসী জাহাঙ্গীর আলমের  স্ত্রী পারভীন আক্তারকে ঘটনাটি অবগত করলে সকালে ঢাকা থেকে আসেন। সে সময় তিনি বলেন আমি রাতে ঘটনাটি শুনে সকালে এসে দেখি আমার বসতঘরের সমস্ত মালামাল আগুন পুড়ে ছাই হয়ে গেছে।

আমি সব কিছু হারিয়ে নিঃস্ববিঃস্ব হয়ে গেছি।

আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনার  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিক উদ্দিন মুন্সী  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রীজের লাইন থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।তাছাড়া  ওই এলাকার সড়কের গলিগুলো অপ্রশস্ত হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিভে গেছে।  কাজ করার প্রয়োজন পড়েনা।  তবে   কেউ হতাহত হয়নি। আগুনে আধাপাকা বসতঘর পুড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে  স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন মাস্টার  ও       উক্ত   ওয়ার্ডের মেম্বার   ফয়েজ উল্ল্যাহ   ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গভীর দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের  সান্ত্বনা দেন।সেই সাথে  নিজ অর্থায়ন ও  প্রশাসনিকভাবে   আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker