আন্তর্জাতিক

শাহরুখ-গৌরীর অফিসেই আপদকালীন সুবিধে দেওয়ার জন্য ১৫টি আইসিইউ

কোয়ারেন্টিনের পর এবার শাহরুখ-গৌরীর অফিসেই আপদকালীন সুবিধে দেওয়ার জন্য ১৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হল। বেডের সঙ্গেই থাকবে অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের সুবিধে। করোনা মোকাবিলায় শাহরুখ খান অনেক দিন আগেই মুম্বই পৌরসভার হাতে  তুলে দিয়েছিলেন তার খারের অফিস। এত দিন তা ব্যবহার করা হচ্ছিল  কোয়ারেন্টিন সেন্টার হিসেবে। স্ত্রী গৌরী খান নিজেই অফিসের ইন্টেরিয়র বদলে তাকে কোয়ারেন্টিন সেন্টারের রূপ দেন। আইসিউর পর এখানে ভর্তি কোয়রেন্টিনের রোগীদের শিফট করা হয়েছে অন্য আইসোলেশন সেন্টারে। এর আগে এই কোয়ারেন্টিন সেন্টারে ভর্তি ৬৬ জন রোগীর মধ্যে প্রায় ৫৪জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker