জাতীয়

ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এক মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অদ্য ০৮ আগস্ট, ২০২০ খ্রি. ১৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় সকল স্তরের কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সম্মান্নিত ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

 

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব সুভাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জনাব মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) জনাব মোঃ খোরশেদ আলম, সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) জনাব মাহিন ফরাজী, সহকারি পুলিশ সুপার (এসএএফ) জনাব রুবেল হক-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker