জেলার খবর

মনোহরগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মনোহরগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

 

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।

‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইউম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার কুসুম। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৬ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker