জাতীয়

কাশিমপুর কারাগার থেকে কয়েদি ‘লাপাত্তা’

কাশিমপুর কারাগার থেকে কয়েদি ‘লাপাত্তা’

 

অনলাইন ডেস্কঃকাশিমপুর-২ কারাগারের কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোজাঁখুজি করে রাত সাড়ে ১২টা পযর্ন্ত তাঁকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি।কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে।২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে।

কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে।২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন।

অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker