চান্দিনা
৯ নং মাইজখার ইউনিয়নবাসীকে চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানান।

৯ নং মাইজখার ইউনিয়নবাসীকে চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানান।
সৌদি আরব প্রতিনিধি, এস হৃদয়। কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের দুই দুই বারের সফল চেয়ারম্যান চান্দিনা উপজেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান জনাব শাহ্ সেলিম প্রধান ও বর্তমান সফল মেম্বার,চান্দিনা মৎস্য লীগের সাধারন সম্পাদক, যুবসমাজের অহংকার জনাব জালাল হোসেন মেম্বারের পক্ষ থেকে ৯ নং মাইজখার ইউনিয়নবাসী সহ চান্দিনা ও দেশ বিদেশের সকলকে পবিত্র ঈদুল আযহার ঈদ মোবারক ও শুভেচ্ছা অভিনন্দন জানান রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধানের একনিষ্ঠ আস্থাভাজন,বর্তমান সফল মেম্বার জনাব জালাল হোসেনের বিশস্ত ভ্যানগার্ড মোঃ আমির হোসেন খালেক।
সৌদি আরব প্রবাসী মোঃ আমির হোসেন খালেক বলেন আসছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জননেতা মানবতার ফেরিওয়ালা মানবিক জনপ্রতিনিধি জনাব শাহ্ সেলিম প্রধান কে চেয়ারম্যান এবং জনাব মোঃ জালাল হোসেন কে মেম্বার হিসাবে দেখতে চাই,তিনি তাহার সর্বাঙ্গে সাফল্য ও সুস্থতা কামনা করেন।
তিনি সর্বসাধারণ কে আহবান করেন আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ বাহিরে যাবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করুন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।