আন্তর্জাতিকচান্দিনা

“ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা”র আত্ব প্রকাশ,১৫০ পরিবারকে ঈদ উপহার।

“ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা”র আত্ব প্রকাশ,১৫০ পরিবারকে ঈদ উপহার। 

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামে প্রবাসীদের উদ্দ্যেগে “অর্থ নয় মানবতাই পরম” এই স্লোগান কে সামনে রেখে সামাজিক সংগঠন “” ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা” নামে আত্ব প্রকাশ হয়েছে,এই সংগঠনের মূল উদ্দেশ্য হল গ্রামের হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের পাশে থেকে তাদের কে সহযোগিতা করা এবং গ্রামের উন্নয়নে এবং বাল্যবিবাহ,সন্ত্রাস,চাঁদাবাজী,মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, ধেরেরা গ্রামের প্রবাসী ও এলাকার জনগণ কে নিয়ে “ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা”র যাত্রা শুরু,আজ ধেরেরা গ্রামে ১৫০ পরিবার কে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, এমন  উদ্দেগ্যে কে ধেরেরাবাসী সহ জোয়াগ ইউনিয়নের সমাজপতিরা স্বাগত জানিয়েছেন,

ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা এর উপদেষ্টা  সভাপতি মোঃ দিদারুল ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থার সকল সদস্যদের  পক্ষ থেকে দেশ বিদেশের এবং চান্দিনাবাসী সহ ধেরেরাবাসী কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।উপদেষ্টা সভাপতি জনাব দিদারুল আলম বলেন ধেরেরা গ্রামের সকল প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আধুনিক সমাজ গড়ে তুলব, 

নিম্মে সংগঠনের কমিটির নাম দেওয়া হল।ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা (উপদেষ্টা) কমিটির সদস্যরা হলেন জনাব মোঃ দিদারুল আলম (উপদেষ্টা) সভাপতি জনাব মোঃ জামাল উদ্দিন জনাব মোঃ মানাউল্লা জনাব মোঃ মকবুল হোসেন জনাব ইব্রাহিম খলিল জনাব মোঃ ইউনুছ মিয়া,জনাব মোঃ আনিছ। 

” পরিচালনা কমিটির সদস্য”

জনাব মো.গোলাম সরোয়ার, সভাপতি, জনাব মো.বদিউল আলম, সহ সভাপতি, জনাব মো.শরিফ হোসেন সাংগঠনিক সম্পাদক,জনাব মো.মোজাম্মেল হক সাধারণ সম্পাদক, জনাব মো.কাউছার হোসেন, প্রচার সম্পাদক, জনাব মো.বাহাউদ্দীন ওয়াজেদি ইসলামিক সম্পাদক, জনাব মো.হাবিবুর রহমান  এান সম্পাদক, জনাব মো.মফিজ মিয়া, এান সহ সম্পাদক, জনাব মো. আবদুল্লাহ আল সুমন এান সমন্বয় সম্পাদক, জনাব মো.হাবিব এান সহ সম্পাদক, জনাব মোঃ মানিক মোস্তফা এ্যান সহ সম্পাদক এনামুল হক  ত্রাণ সহ সম্পাদক মোঃ শাহিন  ত্রাণ সহ সম্পাদক । 

 অনুমোদিত-ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা

প্রকাশ থাকে যে ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থার ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে নিম্মে সকল সদস্যগনের নামের তালিকা দেওয়া হল,,,

মোঃসরোয়ার,মোঃজামাল,হুমায়ন,কাউছার,হাবিব,মানিক, মনতাজ,আনোয়ার,মানাউল্লাহ,মেজবা উদ্দিন,বদিউল আলম,লিটন মিয়া,দিদার,মামুন,ফরহাদ,শরীফ,মোস্তফা কামাল,বাহাউদ্দীন, মানিক মোস্তফা, ইব্রাহিম, মহিউদ্দিন, আবদুল্লাহ আল সুমন,আবদুর রাকিব,জনি মিয়া,মফিজ উদ্দিন,সুজন,মাসুদ রানা,শাহাপরান,মোহাম্মদ আলী,এয়ানুছ, আনোয়ার হোসেন,মকবুল হোসেন,গোলাম মোস্তফা,কাউছার,এনামুল হক,ফয়সাল আহমেদ,শাহাবুদ্দিন, সুমন রহমান,শাহাদাত, আনিছ,রফিক 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker