রাজনীতি
করোনায় আক্রান্ত জায়েদা ইয়াসমিন এর দোয়া প্রার্থনা করেন মোসাঃ হাজেরা আক্তার।

করোনায় আক্রান্ত জায়েদা ইয়াসমিন এর দোয়া প্রার্থনা করেন মোসাঃ হাজেরা আক্তার।
নিউজ ডেক্সঃ বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী জায়েদা ইয়াসমিন ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক, সহ-সভাপতি (নিঝুম – তানিয়া কমিটি) এবং বর্তমানে সহকারি শিক্ষক,বরিশাল আলোকনদা সরকারি কিশোর মজলিশ প্রাথমিক বিদ্যালয়।সদর,বরিশাল।COVID19 করোনা পজেটিভ আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার আহবায়ক সদস্য সৎ নিষ্ঠাবান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকা মোসাম্মদ হাজেরা আক্তার দেশ বিদেশের সকলের আমাদের কাছে জন্য দোয়া প্রার্থণা করেন আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন।
মহিলা ছাত্রলীগের নেত্রী মোসাম্মদ হাজেরা আক্তার বলেন দেশে এখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ বাহিরে যাবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করবেন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।





