জেলার খবর

প্রাই‌ভেটকার বোঝাই ফেন্সিডিল সহ চান্দিনার ২ মাদক কারবারি চৌদ্দগ্রাম থেকে আটক

প্রাই‌ভেটকার বোঝাই ফেন্সিডিল সহ চান্দিনার ২ মাদক কারবারি চৌদ্দগ্রাম থেকে আটক

 

 

কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এলআই‌সি টি‌মের ‌বি‌শেষ অ‌ভিযানে জেলার চৌদ্দগ্রাম থে‌কে ফেন্সিডিল ভর্তী এক‌টি প্রাই‌ভেটকার সহ ২জন মাদক পাচারকারী‌কে গ্রেফতার ক‌রেছে।

‌ডি‌বি পু‌লি‌শ সুত্র জানায়, বুধবার রাত আনুমা‌নিক ২টায় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ‌জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এলআই‌সি টি‌মের এসআই ইক‌তিয়ার উ‌দ্দিন, এসআই নজরুল ইসলাম, এসআই আ‌নোয়ার হো‌সেন, এএসআই আ‌রিফ হো‌সেন, এএসআই অসীম রায় সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম উপ‌জেলার ফায়ার সা‌র্ভিস সংলগ্ন ঢাকা চট্রগ্রাম মহাসড়‌কের উপর ব্যা‌রি‌কেড দি‌য়ে এক‌টি সাদা রং‌য়ের প্রাই‌ভেটকার ঢাকা মে‌ট্রো গ ৩৪৫৫৩৬ গা‌ড়ির গ‌তি‌রোধ ক‌রে। এ সময় গাড়ী‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ৫০০ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার ক‌রে মাদক ব্যবসায়ী চা‌ন্দিনা উপ‌জেলার আ‌মির হো‌সেন ও মো আ‌শিক‌কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী‌দের স্বীকাক্তি‌তে অপর পলাতক আসামী চৌদ্দগ্রা‌ম উপ‌জেলার খোকন প্রকাশ লা‌দেন ও চা‌ন্দিনা উপ‌জেলার আলী হো‌সে‌নের নাম জানা যায়। ধৃত ও পলাতক আসামী‌দের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রেছে ডি‌বি পু‌লিশ।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker