
আসসালামুআলাইকুম,ডিউটি অফিসার চান্দিনা থানা বলছি,
প্রিয় সন্মানিত চান্দিনা বাসি নিশ্চয়ই আপনারা করোনা ভাইরাস পাদুর্ভাবে সচেতনতা, সতর্কতা অবলম্বন করে ভালো আছেন সুরক্ষিত আছেন। আপনাদের সুরক্ষিত রাখাটা আমাদের বড় অর্জন। আপনারা নিশ্চয়ই জানেন আজ সারা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে হাজার হাজার লোকের প্রানহানী এবং লাশের মিছিলে পরিনত হচ্ছে কয়েকটি দেশে। আপনাদের অবহেলা গাফিলতির দরুন বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না বলে আমাদের বিশ্বাস। আপনারা এই দেশের মেধাবি সচেতন নাগরিক কাজেই আপনারা নিজেরা জনসমাগম, অহেতুক বাহিরে ঘুরাফেরা করে নিজে আক্রান্ত হবেন না আশে পাশের লোকজনকে আক্রান্ত করবেন না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনারা ঘরে থাকুন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। নিজে সুস্থ থাকুন পরিবার পরিজনকে সুস্থ রাখুন। যে কোন সমস্যা চান্দিনা থানাকে অবগত করুন আমরা ঠিক পৌঁছে যাবো আপনার দরজায়।





