অপরাধ

প্রতারণামূলকভাবে অর্ধ কোটি টাকা আত্মসাৎ চক্রের মূল হোতা আটক

প্রতারণামূলকভাবে অর্ধ কোটি টাকা আত্মসাৎ চক্রের মূল হোতা মোঃ জালাল তালুকদার (৩৯) গ্রেফতার।

মোহাম্দপুর থানার মামলা নং-০৮ তারিখ:০১-১২-২০১৯ খ্রিঃ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড।

মোডাস অপারেন্ডি- মানুষের সঙ্গে সংখ্যতা গড়ে তুলে বিভিন্ন ব্যবসার কথা বলে বিশ্বাস স্থাপন পূর্বক প্রতারণার মাধ্যমে  টাকা আত্মসাৎ করে আত্মগোপন করে।সিআইডি টিম- ঢাকা মেট্রো-পশ্চিম কর্তৃক যশোর জেলার কোতোয়ালি থানাধীন যশোর রেলগেইট হতে গ্রেফতার করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker