চান্দিনা

উত্তর জোয়াগ বাজার টু জটাসার সড়কের অবস্থা নাজুক,প্রতিদিন ঘটছে দূর্ঘটনা,পরিত্রাণ চায় জনগন।

উত্তর জোয়াগ বাজার টু জটাসার সড়কের অবস্থা নাজুক,প্রতিদিন ঘটছে দূর্ঘটনা,পরিত্রাণ চায় জনগন।

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি। চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের মধ্যে  একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে উত্তর জোয়াগ বাজার হইতে জটাসার সড়ক,এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কেননা এই সড়কটি দেওকামতা হয়ে উত্তর জোয়াগ বাজার হয়ে পূবদিকে জটাসার হয়ে ঝলম বাজার মেইন হাইওয়ে সড়ক,একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটি কোন এক অজানা কারণে এই সড়কটি সংস্কার করা হয়নি,সড়কটি এমনি বেহালদশা যাতায়াত কারীরা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার প্রাণের দাবি অনতিবিলম্বে উত্তর জোয়াগ বাজার হইতে জটাসার সড়কটি দ্রুত সংস্কার করার,সরেজমিনে দেখা যায় এই জনবহুল সড়কি এমনি বেহাল অবস্থা যা চোখে না দেখলে বুজা যাবেনা,চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর জাতীয় নেতা সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি জরুরি ভিত্তিতে এই সড়কটি পূর্ণ সংস্কার করার, স্থানীয় এলাকার জনগণ মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে আহবান করেন দ্রুত সড়কটি যাতায়াতের উপযোগী করে দেওয়ার,

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker