চান্দিনা
চান্দিনার মহিচাইলে আ’লীগের নির্বাচনী অফিস ভাঙচুর

আলিফ মাহমুদ কায়সার
কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামীলীগ সমর্থিত অধ্যাপক আলী আশরাফ প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে আওয়ামীলীগ সমর্থকরা।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার মহিচাইল ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় মহিচাইল পশ্চিম বাজারে আওয়ামীলীগের স্থানীয় একটি অফিস ভাঙচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা।ভাঙচুরের শব্দে বাজারে থাকা লোকজন নির্বাচনী অফিসের দিকে ছুটে আসার চেষ্টা করলে হেলমেট পড়া দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।এর পর মহিচাইল বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করে। গোটা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের দোকান-পাট বন্ধ হয়ে যায়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থতি স্বাভাবিক করে চান্দিনা থানা পুলিশ।
এ ব্যাপারে মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু মুছা মজুমদার জানান,
বৃহস্পতিবার বিকালে নবাবপুর মিটিং শেষ করে সন্ধ্যার দিকে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর সমর্থক শাহাজাহানসহ দুস্কৃতিকারীরা রামদা, চাপাতি, হকিস্টিক, লাঠি-সোটা নিয়ে আ’লীগ অফিসে হামলা চালায়। এসময় তারা চেয়ার-টেবিলসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
এমন অভিযোগের ভিত্তিতে চান্দিনা গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ ভূইয়া জানান,নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরাই ঘটিয়েছে। নিবার্চনী মাঠে আমাদের অবস্থান ভাল হওয়ায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে।নির্বাচনী মাঠে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা ও সাধারণ ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্যই আমাদের সমর্থকদের দায়ী করা হচ্ছে।
এ ঘটনায় চান্দিনা থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল জানান,মহিচাইল ইউনিয়নের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা।তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।





