খেলাধুলাচান্দিনা

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করার আহবান।

>>>>>🚩প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি 🚩<<<<<<<

 

দিন দিন দেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে  সরকার থেকে যেখানে জরুরি প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে যাওয়া নিষেধ কারা হচ্ছে এমতো অবস্থায় চান্দিনার বিভিন্ন এলাকাগুলোতে ছেলেরা দল বেধে ক্রিকেট সহ দলগত বিভিন্ন খেলায় সময় পার করছে। বিশেষ করে বরকইট, খিরাসার মোহনপুর,সালচর-খৈছাড়া এলাকাগুলোতে প্রতিদিন সকাল ও বিকাল নিয়ম করে ক্রিকেট ম্যাচ হচ্ছে। চা দোকানগুলোতেও আড্ডা বন্ধ হয়নি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker