চান্দিনা
চান্দিনায় মাদক ও ডাকাতি রোধে উঠান বৈঠক

চান্দিনায় মাদক ও ডাকাতি রোধে উঠান বৈঠক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মাদক ও ডাকাতি রোধে এলাকাবাসী নিয়ে উঠান বৈঠক করেন চান্দিনা থানা পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর) পৌর এলাকার ৯নং ওয়ার্ড তুলাতলী কমিশনার মার্কেটের সামনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক ও ডাকাতি প্রতিরোধে করণীয় এবং এলাকাবাসীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল।
অধ্যাপক হেদায়েত উল্লাহ’র সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন ওয়ার্ড কাউন্সিলর দুলাল মিয়া, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, ইউনুছ মিয়া, আব্দুল লতিফ, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন, (এস.আই) নোমান, (এস.আই) শাহআলম, (এস.আই) আহাদ, (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী, এলাকার গণ্যমান ব্যক্তি আব্দুল লতিফ কমিশনার, তাজুল ইসলাম, হাজী আবুল হাসেম, গফুর মিয়া, আব্দুল হাকিম, জসিম উদ্দিন প্রমুখ।