চান্দিনা

কান্দি নোয়াগাঁও থেকে নলুয়া পর্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে এমপি মহোদয় কে ধন্যবাদ জানান এলাকাবাসী।

কান্দি নোয়াগাঁও থেকে নলুয়া পর্যন্ত  দ্রুত গতিতে কাজ চলছে এমপি মহোদয় কে ধন্যবাদ জানান এলাকাবাসী।

 

অধ্যাপক আলী আশরাফ এম পি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় জোয়াগ ইউনিয়নে(এক কোটি সওর লক্ষ টাকার রাস্তা প্রকল্প) কান্দি নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে নলুয়া ঈদ গাঁ পর্যন্ত রাস্তা এবং কান্দি ঈদ গাঁ হতে (পূর্ব দিকে) আমার এলাকা(মিজানুর রহমান, গ্রুপ কামান্ডার বিমান বাহিনী) বাড়ী নোয়াগাঁও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে। নিন্মমানের কাজ যাতে না হয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যার যার অবস্থান থেকে রাস্তাটি যাতে টেকসই মজবুত হয় দায়িত্ব পালন করুন,

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker